প্রথম দেখায় মনে হলো স্বর্গের অপ্সরা,
ভুল আমার ভাঙলো তাঁর হাসির ঝলক দেখিয়া।
রুপ তো নয় যেন, আফিম নামক মাদক,
এমন তাঁর চাহনি, যেন আফরিন সুলতানা।


হাসিতে তাঁর বিদ্যুৎ চমকায়, নয়নে পৃথিবী,
নড়াচড়া দেখে তাঁর, হৃদয় যায় জ্বলিয়া।
তাঁর নজড় পরেছে যার উপড়, সে নেশায় মাতাল,
দুনিয়া ভুলে গেছে প্রেমিক, নুরানী চেহারা দেখিয়া।


শী‌তের উষ্ণতা বর্ষায় মায়া, সবই তাঁর ছায়া,
তাঁর মত কাউ‌কে দে‌খি‌নি, দুনিয়া ঘুরিয়া।
শরীরে তাঁর কেউ একেঁ দিয়েছে রঙিন মেঘের আল্পনা,
হাসিতে ঝড়ে যেন শরতের বৃষ্টি এক পশলা।


মোনালিসার চেয়ে রুপবতি সে, শিশির ভেজা গোলাপগুচ্ছ,
চোখের কাজলে অনিন্দ্য ঢেউ, পাহাড়ি ঝর্ণার স্রোতধারা।
শিল্পীর রঙ তুলিতে আকাঁ সে, এক জীবন্ত ক্যানভাস,
শ্রেষ্ঠ সাহিত্যিকের কাব্য কথা, নেই তাঁর উপমা।