ভোর হয়, জ্যোৎস্না না ল্যাম্পপোস্টের আলো পেরিয়ে,
বর্তমানে দাঁড়িয়ে অবলুপ্ত সময়গুলো নবযৌবনে;
শান্ত, স্থির উন্মুক্ত বক্ষদ্বয় সমূদ্রের ঢেউয়ে,
পতিত দেহমন্দির দেউলিয়া, মরুঝড়ের ঘূর্ণিপাকে!


স্মৃতিরা হেঁটে যায় পূর্ণিমার চাঁদের আলো ভেদ করে,
রংধনু’র স্বপ্ন জ্যোৎস্না আলো বিলায়, বদনজর এড়িয়ে।
পুষ্পোদ্যান প্রাণহীন, মোহময় স্মৃতি, মরুঝড়ের ঘূর্ণিপাকে!
শ্বশানের নিরবতা জমা রেখে, জড়াবো পূর্নিমার ইন্দ্রজালে।


মিথ্যা  আশা, স্বাধিনতার বেড়াজালে, প্রেমের ঢেউ উঠবে;
সমুুদ্রের ঢেউ গর্জন তুলবে, নীল নয়নার মোহমায়া রূপে,
নিষিদ্ধ শ্বাস-প্রশ্বাস একাকার হ'য়ে, মধুবর্ষী আলিঙ্গনে,
ভালবাসার কালো বা সাদা অধ‌্যায়ে জন্ম নিবে নব ইতিহাস।