যত্ন করে করেছো অযত্ন,
তুমি শতাব্দীর সেরা রত্ন।


সত্য করে বলেছো মিথ্যা,
বুঝিনি একটুও ছলনা।
হাসিতে বিষ ছিল,
হন্তারক তুমি ললনা।


এমন ছিল তোমার গুণ,
পঁচেনা যেমন নুন।
মনে ছিল মারার পণ,
বুঝি নাই; পেয়ে মরন।