০১।
নিয়ম‌কে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে-
‌তোমা‌দের তোশা‌মোদী‌কে দু‌রে ঠে‌লি‌য়ে;
চল‌ছে জিব‌নের জয়গান।
কে বোঝে মর্ম? চোখসহ একেবারে অন্ধ,
বোঝে নাকো কোনো কিছু; খালি করে দ্বন্দ্ব!


০২।
মেঘম্লান; সাগর তার ভাষা বোঝে!
চাঁদের নীরবতা পকেটেপুরে নতুন সুরের ভিড়ে,
স্রোত আসছে; হতে হবে বিলীন!
সব ই যখন বোঝ তখন জ্বালা দাও কেন?
৩।
বাতাসে অবিশ্বাসের সুর বাঁজে!
শঙ্কায় বিনিদ্র রজনী; ধরণী সংশয়ে কাঁপে।