কা‌ব্যের উপ‌রে ক‌রে খবরদা‌রি,
বন্ধ রে‌খে‌ছে হৃদ‌য়ের দরজা,
ভুবন উচাটন মি‌ষ্টি ভাষায়,
রূপ তো নয়, যেন চিত্রকলা।


শিশুর সরলতা অঙ্গজু‌ড়ে,
ঘনকা‌লো চুলে মেঘ বা‌লিকা,
যখন তখন চালায় ছ‌ড়ি চোখ রা‌ঙি‌য়ে,
যেন এসে‌ছে ফি‌রে আবার রানী ভি‌ক্টো‌রিয়া।


হা‌সি‌তে সাগ‌রের ঢেউ উ‌ঠে,
মনের আকাশ জু‌ড়ে বিশালতা,
নয়ন জু‌ড়ে মমতার মাদকতা,
হয়‌তো দে‌বি, প্র‌তিক্ষায় কোন দেবতা।