কাননে কুঞ্জবনে ফাগুনের আগুন,
এ‌সে‌ছে ফি‌রে আট ই ফাল্গুন।
ভাই‌য়ের র‌ক্তে কৃষ্ণচুড়া র‌ঙিন,
‌দিনটি ছিল আট ই ফাল্গুন।


বসন্ত প্রকৃ‌তি‌তে প‌হেলা ফাল্গুন,
স্বা‌ধিনতার বীজ আট ই ফাল্গুন।
ভাষার জন্য ভাই‌য়ের প্রান বিসর্জন,
বাংলার অ‌স্তিত্ব আট ই ফাল্গুন।


অন্যা‌য়ের কা‌ছে নত হ‌বে না শির,
‌শিক্ষা দি‌য়ে‌ যায় আট ই ফাল্গুন।
জীব‌নের চে‌য়ে দা‌মি মাতৃভূ‌মির মান,
বিপ্ল‌বের সূ‌তিকাগার আট ই ফাল্গুন।


মু‌ক্তিবা‌হিনী ক‌রে‌ছে বাংলা স্বা‌ধিন,
হৃদ‌য়ে ধাঁরন ক‌রে আট ই ফাল্গুন।
মুক্ত স্ব‌দে‌শে গাই সা‌ম্যের গান,
আট ই ফাল্গুনের শহীদ‌দের অবদান।