ফ্যাশনের দ্বিধা গ্রস্ত বাঁধা চোখে;
তোমার কাচের চশমায় আমি অদৃশ্য,
ঘোলাটে রঙে ভাব নয়, আমার অভাব!
অতশি কাচে দাবানলের দৃষ্টিতে ঘোলাটে দেখাই স্বাভাবিক।


তোমার সকল উপেক্ষা
আমাকে উপলক্ষ করে;
তোমার প্রতীক্ষা, অবহেলায়
আমাকে লক্ষ্য করে না!
তোমার কিছুতেই না,
বুকে, মুখে, অস্থিতে, স্বস্তিতে,
উষ্ণতার আলিঙ্গনে বা তোমার চুলের আদর।


ভেজা পথে তোমাকে নিয়ে হাটবো,
কান্না বা হাসির ভাগাভাগিতে;
তোমার কচি স্বপ্নে আমার জায়গা কি হয় কখনো!
রুক্ষ রোদে, ক্লিষ্ট হয়ে ছায়া খোঁজো,
হঠাৎ পথ ভুলে হোঁচট খেলে,
সুখের পরশ পাওয়ার ইচ্ছায়।
কখনো কি খুঁজেছো আমার হাত!


তোমার নীল শাড়িতে; ভালবাসার আস্বাদন,
যত্ন করে তাকে রাখো শিশুতোষ দাবিতে,
অগোছালো ভাবের আড়ালে,
কাউকে করো আকর্ষন!
তোমার পরিপাটি সেই আকাঙ্খায়;
পৃথিবীর সকল রাজকুমারের দেখা মিলে;
শুধু প্রাপ্তি, অপ্রাপ্তিতে আমার অভাব!