বিষন্ন রাতের শেষ বেলায়;
আধার ভেঙে আলোর পথে,
যদি হারিয়ে যাই অজানা বহুদুরে,
খুঁজে নিও লক্ষ তারার ভিড়ে।


তোমার চুলে দিবে ছোঁয়া;
বাতাস মৃদু ছন্দে,
বুঝবে তুমি সেই ভালবাসা;
অনুভবের রঙে।


বৈশাখেতে সাঁজবে তুমি;
লাল নীল শাড়িতে,
পূর্ণিমার চাঁদ আলো ছড়াবে;
পৃথিবী দেখবে বিস্ময়ে!


তখন কি তুমি খুঁজবে আমায়;
হাজার মানুষের ভীড়ে!