সময়ের সাথে সাথে ভাবনা দিনে রাতে
      অবিশ্রান্ত অবকাশ নিদ্রাহীন প্রভাতে
            ছুটে চলে অসহায়
      জীবনের অভিপ্রায়
আয় থেকে ব্যয় বেশি কর্মের অনুপাতে।


শরীরে ভাঙ্গন ধরে পুষ্টিহীন আহারে
      কর্মে অপারগতায় শাস্তি হয় প্রহারে
            প্রতিকূল বায়ু বহে
      কল্যাণের জন্য নহে
নাজেহাল হতে হয় নিষ্ঠুর ব্যবহারে।


ক্ষমতার বলে কত ছলে কলা কৌশলে
      শুষে নেয় রক্ত-মাংস প্রতিটি পলে পলে
            বুঝিতে পারে না কেহ
      সহ্য করে যায় দেহ
ক্ষয়িষ্ণু দেহটি ধায় নমিত অস্তাচলে।


কুড়িতে বুড়ি, কথার রয়েছে প্রচলন
      সহসাই দেখা যায় তার প্রতিফলন
            ঘাটতি পূরণ নাই
      সহজেই বুড়ি তাই
দুর্বিষহ প্রাণ মন ধৃষ্টতার ফলন।


  #reza ২৩/৬-২০২১, সুইডেন