বিলুপ্তির পথে শত শত গ্রাম্য হাট
পথচারীদের ভিড় করা খেয়াঘাট,
সলিতা জ্বালানো বাতি প্রতি বাটে বাটে
মরসুমী আশা নিয়ে ফসলের মাঠে।
পথিকের আনাগোনা যায় না তো শোনা
গ্রাম্য বৈচিত্র্যে মুগ্ধতা ছিল চিরচেনা।


জোনাকিরা ঝাক বেঁধে মিটিমিটি জ্বলে
পুরনো দিনের কথা আজো ওরা বলে,
জোয়ার এসেছে গাঁয়ে দিন বদলের
বসত বাড়িটি আজ ভিন্ন আদলের।
অভুক্ত দারিদ্র দিন আজ লুপ্ত প্রায়
বিভিন্ন পেশায় কিছু হয়েছে উপায়।


আলতা রাঙানো পায়ে বধুর চলন
কর্মঠ ধরণে দূর করেছে দলন,
পিচ ঢালা পথ দিয়ে গাড়ি ছুটে যায়
পায়ে চলা কাঁচা পথ অবলুপ্ত প্রায়।
পুরনো দিনের সেই গ্রামের মাদল
সবকিছু হয়ে গেছে অদল বদল,
কাচারি বাড়িটি আজ বিলুপ্তির পথে
গ্রামের ঐতিহ্য মুখে মুখে কোন মতে।