হেন সুন্দর ভবে
ভাগ্যের চাকা যবে
         ভুল পথে ছুটে যায়,
নিশ্চুপ দেখি বসে
জীবন ভালোবেসে
         চেয়ে থাকি নিরুপায়।


সাধ্যের সাথে শত
প্রচেষ্টা ছিল যত
        জীবনের আঁকে বাঁকে,
আশাহত নিয়তি
করুণ পরিণতি
        সময়ের ফাঁকে ফাঁকে।


কভু হই উন্মনা
কখনো বা দোমনা
        বিচ্যুত হয়েছে লক্ষ্য,
প্রদীপ নিভু নিভু
দ্বীপ্ত হলোনা কভু
        সয়েছি শত কটাক্ষ।


ঠাহর করে দেখা
আঘাত পেয়ে শেখা
        উদিত মম চৈতন্য,
হার মেনেছে মন
অসহায় জীবন
       ঔদ্ধত্যে তপ্ত কৌলীন্য।
#reza ২৮/০৫-২০২১