সবার কবিতা পড়া যেমন হয় না
অপ্রেক্ষিত শত কাজ পড়তে দেয় না।
কত কবি পেয়ে থাকে মনে হয় ব্যথা
অজানাই রয়ে যায় সুন্দর বারতা।


কবি মনের মাধুরী মাখা দূরদৃষ্টি
সাহিত্য অঙ্গনে ছবি আঁকা সব কৃষ্টি।
অনায়াসে রয়ে যায় কতো অগোচরে
সময়ের পরিসরে ব্যস্ততার ঘোরে।


কবি মনের কথার ঝর্ণা ঝরা পাতা
অংকিত অঙ্গনে নব অঙ্কুরে কবিতা।
সুপ্ত কাব্যিক হৃদয় ঝরা কথামালা
কবির ভুবনে গড়া স্বচ্ছ চারচালা।