বাংলা কবিতার সম্মানিত অগ্রজ কবি বৃন্দকে উৎসর্গ করছি কবিতাটি।


সুহৃত্তম


হাজার বছর ধরে ঘুরে ফিরে এই
মোহনীয় চলমান জীবনের পথে
হাজির হয়েছি আমি যেন কোনমতে।
সর্বদা পেয়েছি শত প্রেরণার খেই।
সংসর্গ পেয়ে সামনে এগোনোর পথে
আটকে গিয়েছি যেই। পেয়েছি সাহস
সাহায্যের ঋজু হাত দিয়েছে রহস,
কৃতজ্ঞ হয়েছে মন তরানোর রথে।


সুহৃত্ অনেকে আছে দেখি না প্রকাশে
অন্ধত্ব করিছে বাস আপন অন্তরে।
দেখে ও হয় না দেখা উন্মুক্ত নয়নে
অনাহুত হয়ে পাশে রয়েছে বিকাশে।
মহিত স্বভাবে ঋদ্ধ জন্ম  জন্মান্তরে
ভালোবাসা দিয়ে যায় আপন চয়নে।


মিলবিন্যাসঃঃ কখখকঃগঘঘগঃঃঙচছঃঙচছ
       (পেত্রার্কীয় রিতি)
(ঋজু>সোজা, সরল; রহস>সংস্রব; সুহৃত্>বন্ধু, হিতৈষী।)
  শ্রদ্ধেয় বরেণ্য জ্ঞানবান কবিদের পাশাপাশি পেয়েছি সবসময়। হার্দিক কৃতজ্ঞতা জানাই। আমার নাতি দীর্ঘ লেখালেখি জীবনের অন্যতম মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন সম্মানিত কবিবৃন্দ।