আমেনা ছিল  অনেক কালো গ্রামের গরিব মেয়ে
গ্রামের লোকে দেখতো তাকে  বাঁকা চোখে চেয়ে।
মিষ্টি মুখের কালো মেয়েটি কখনো কোথাও গেলে
সবাই তারে সরিয়ে দিয়ে দূরে ঠেলে দিতো ফেলে।


গতর  কালো  বলেই  হলো  জীবনটা  তার  কাল
রাতের বেলা অনেক ভালো  কেন যে হয় সকাল।
এমনি করে  রেখেছে দূরে  গ্রামের  বাসিন্দা  গণ
চেহারা কালো আদল ভালো বুঝে না পাগল মন।


আর পাঁচটি  মেয়ের  মতো আমেনা ও হয় বড়ো
কালচে বলে মিশতে গেলে ভয়ে থাকে জড়সড়।
স্রোতের  টানে সবাই জানে ময়লা ভাসিয়ে নেয়
মন থেকে চায় তাই যেন হয় কালো পাল্টে দেয়।


এমন কতো  আমেনারা শত  বাস করে সমাজে
তাচ্ছিল্য করে রেখে দেই দূরে মরে তারা লাজে।
কালো শরীরে মনের গভীরে কালো সেথায় নাই
কোন নিক্তিতে কোন যুক্তিতে ওজন করে সবাই?