একতাবদ্ধ হওয়ার ছিল খুব প্রয়োজন
      প্রেরণা দিয়েছিল শেখ মুজিবের ভাষণ,
            ভুলে যায় সেকথা কি করে
      দুর্গ গড়ে বাংলার ঘরে ঘরে,
বঙ্গবন্ধু করেছিল বাঙালিদের আপন।


হানাদারের সহায়ক নীল নকশার অবতার
      ধড়িবাজ নিমকহারাম সেদিনের রাজাকার,
            অভাবিত সাধারণ ক্ষমা পেল
      বঙ্গবন্ধুর জীবন কেড়ে নিলো,
সম্মিলিত আবালবৃদ্ধবনিতা করে হাহাকার।


সর্বকালের নৃশংস হত্যাকাণ্ডের রহস্য
      প্রহসনের নিষ্ঠুরতায় হিংস্র উদ্দেশ্য,
            পরিবারের সবার প্রাণ
      করে দেয় সবকিছু ম্লান,
গরিবের বন্ধু বঙ্গবন্ধু তুমি হৃদয়ের সদস্য।


আগস্টের কালো রাতে বুলেট ছোড়া আঘাতে
      বঙ্গবন্ধু পরিবার নিহত হলো সে রাতে,
            রক্তে ভেসে গেল তাজা প্রাণ
      কোটি কোটি বাঙালির জান,
ক্ষমতার লালসায় ঝরে পড়ে অপঘাতে।


সন্তানের ছোড়া গুলি বিদ্ধ পিতার বুক
      কুলাঙ্গারেরা জঘন্য কাজে পেল কি সুখ
            এমনি জঘন্য কর্ম
      খুলে নিতে হবে চর্ম
জগতের ঘৃণ্য নৃশংস তুলনাহীন উল্লুক।