কাশফুল ছুঁয়ে দেয়া মেঘ ভেসে যায়
ভাসে যেন কাশফুল আকাশের গায়।
এই দিনে সাদা মেঘ নহে তো বিরল
উড়ু  উড়ু  মন আজি হয়েছে  সরল।
নদী তীরে কাশফুল বাতাসে দোলায়
মেঘগুলো উড়া দেখে পরাণ ভোলায়।
ধবল  মেঘের  ভেলা হাতছানি  দেয়
জীবনের  কত রঙ  মন  বুঝে  নেয়।


মেঘ দেখে মনে হয়  কাশফুল  উড়ে
তুলতুলে থোকা থোকা আকাশটা জুড়ে।
সাদা আঁচল উড়িয়ে  নীলাম্বরী ধায়
চমকে ঝলকে উঠা  নীলাঞ্জনা নয়।
আকাশের রঙ মেখে নীলাম্বরী যেন
দূর হতে ধরণীতে দৃষ্টি মেলে শ্যেন।
অহংকারে হুঙ্কারে কালো হয়ে এসে
পলকে ঝলকে বৃষ্টি ঝরে অবশেষে।


আলো আঁধারির শশী সাথী পেয়ে যায়
শরতের  দিনে  কাটে   মধুর  সময়।
কুলু কুলু  রবে নদী   আনমনে  গায়
ঝিকিমিকি  ঢেউ গুলি  মৃদু মৃদু বায়।
আকাশের থোকা থোকা মেঘে মেঘে ভাসা
ফুরফুরে  মনে  আসে  সুন্দরের   আশা।
ধুয়ে মুছে  ভেসে যাক  অন্তরের  কালো
শরতের  দিনে যেন  শান্তি ফিরে পেলো।