প্রভুকে ডাকিয়া ভবে
     কেন  আশাহত  হবে,
          পারিনি বুঝিতে তবে
               ডাকা হয়নি সেভাবে।
নিরবে ডাকিয়া যাবো
     আশায় বসিয়া রবো,
          একদিন ঠিক পাবো
                হৃদয় ভরিয়া নিবো।


নিরিবিলি নিরালায়
    মন থেকে ডেকে যায়,
          নিঃস্ব কাঙ্গাল হৃদয়
               শুধু তোমার আশায়।
নিরাশ হয় না কভু
   তোমারে ডাকিয়া প্রভু,
            বিশ্ব জগতের বিভু
                প্রাণ বায়ু নিভু নিভু।


খোদা তুমি দয়াময়
    পাপকে করিনি ভয়,
         পাপ পঙ্কিল অন্যায়
            মার্জনা করো দয়ায়।
তোমার দয়া প্রতুল
     কাঙ্গাল নহি নির্ভুল,
         জগতে হারিয়ে কুল
              দেই ভুলের মাশুল।


আকাশ ভাঙিয়া পড়ে
     ভীত হৃদয়ের ঝড়ে,
           ভিত্তি মম নড়বড়ে
                স্থান শুধু আস্তাকুড়ে।
তোমাতে নির্ভর করি
    আস্থা সকল আমারি,
           নির্ভরতা সর্বোপরি
                তোমাকে ডাকিয়া মরি।