ফেলে আসা সেদিনের সেই ছেলেবেলা
ভাবনা চিন্তা বিহীন কত খেলাধুলা।
অবাধে সবার সাথে হতো মেলামেশা
খেলাধুলা তে সবার ছিল তীব্র নেশা।


পালিয়ে পালিয়ে যেতাম খেলার মাঠে
মন বস তো না কভু বই খাতা পাঠে।
বকুনি পিটুনি কত খেয়েছি খেলায়
মাঠে মন চলে যেত বেলায় বেলায়।


স্কুল থেকে ফিরে বই-খাতা ছুড়ে ফেলে
ছুটেছি খেলায় চিল্লাচিল্লি শোর গোলে।
চেঁচাচেচি চেঁচা-মেচি হৈচৈ কলরব
খেলাধুলা করা নিয়ে ছিল এইসব।


ছুটেছি খেলায় ভুলে যেয়ে সব ভয়
মেতেছি সেথায় হারজিত কিছু নয়।
এতদিন পরে বারে বারে মনে পড়ে
ঘরে ফিরেছি যখন ময়লা কাপড়ে।


বাবা বকা দিবে ভয়ে রেখেছি লুকিয়ে
নষ্ট হয়েছে কাপড় ময়লা শুকিয়ে।
ফিরে আসবে না আর সেই ছেলেবেলা
অবাধ খেয়ালী মুক্ত মনে খেলাধুলা।
শেষ হলো বুঝি জীবনের পথচলা
অচেনা অজানা পথে চলেছি একেলা।


  #reza ১৫/০৪-২০২১