জড়িয়ে রাখা হৃদয়ে আঁকা "মা" দেশের আঁচলে
মোহন বাঁশি মায়ের হাসি দেশের কথা বলে।
মায়ের ভূমি দেশের ঊর্মি মন ভোলানো গাঁয়ে
স্বপন ভাসে মনের পাশে তৃপ্ত মাতাল বায়ে।
গোধূলি বেলা শিশুর খেলা রাখাল ছুটে বাটে
ঘরে ফেরার তাড়া সবার খেয়া পারের ঘাটে।
পিদিম জ্বেলে টাটকা তেলে রান্নার আয়োজন
গরুর গাড়ি মাটির হাড়ি হয়েছে বিয়োজন।
বদলে গেছে জীবন চলা দেশের ঘরে ঘরে
সমবেদনা দেশ  চেতনা দুঃখী মায়ের তরে।
গরিবি হাল দুমুঠো চাল দেশের লোকে পায়
নিরন্ন জনে কর্মঠ মনে বসে থাকে না ঠাঁয়।
দেশের মায়া প্রাণের ছায়া অভাব থেকে মুক্ত
আশ্বাস চায় আকাল মুক্ত এমনি পণ যুক্ত।
কি বাহাদুরি পুকুর চুরি চলছে দিকে দিকে
আজ এ যুগে চুরি সুযোগে ভবিষ্যৎ বুঝি ফিকে।
কর্তারা বসে লোভে অবশেষে করছে লুটপাট
চুরির নৌকা নেই আশংকা উন্মুক্ত সব ঘাট।
বিশেষজ্ঞরা দিয়েছে বুঝে বুদ্ধিদীপ্ত মন্ত্রণ
টাকার অংকে বিদেশি ব্যাংকে মোটাতাজা চিত্রণ।
সক‌লে অজ্ঞ এমনি ভাগ্য উন্নয়নে জোয়ার
আহা আদিত্য নাকাল সত্য খুলে দেয়া দুয়ার।
কর্তার শিক্ষা পাচ্ছে দীক্ষা অজ গাঁয়ের সবে
আগামী দিন নয় রঙিন বুঝাবে কে কিভাবে?