বাঁদরের বাম পা আদরের সাথে
অর্চনা করে চলে দিবস ও রাতে।
ধুরন্ধর সেয়ান কপট কুটিল
প্রণত অবিরত ভীষণ জটিল।


সম্মুখে ঘুরে ফিরে দৃষ্টির অদূর
সর্বনাশা লোচনে মারাত্মক ক্রূর।
আত্মবিক্রয়ে পটু নিস্করুণ খল
বিগলিত স্বভাবে পায়ে ঢালে জল।


শীতল রক্তবাহী বুঝিতে যে পারে
অলুক্ষণে ছোবল রক্ষা করে তারে।
ধড়িবাজের ফাঁদে যদি অবসাদে
আটকে যায় কেহ মরে অপবাদে।


কাছাকাছি ঘনিষ্ঠ হয় না অতিষ্ঠ
করে রাখে আবিষ্ট অন্যথা উচ্ছিষ্ট।
প্রতারণার ফাঁদে যদি কেহ কাঁদে
ফেলে দেয় তারে নৃশংস বিপদে।


   #reza ৮/৬-২০২১ সুইডেন