বিরহের  মেঘ  যেন  তারে  বলে  দেয়
কেন একা বসে থাকি খোলা জানালায়।
স্মৃতি মাখা মনে আজ কত কথা জাগে
পথ পানে চেয়ে থাকি ভেবে ভালো লাগে।


এতদিন  ছিলে  জানি  হৃদয়ের  পাশে
একা একা বসে আছি কাছে পাবো আশে।
যারে চাই তারে আর পাই না যে কাছে
আশা নিয়ে বসে ভাবি ভালো আজ আছে।


উড়ে  যায়  মন  সেই  দূরের  আকাশে
মন তাই  ভরে থাকে  সুখের আভাসে।
নীড়  ছেড়ে পাখিগুলি  উড়ে চলে যায়
মন শুধু আজ তারে কাছে পেতে চায়।


রইবে না সে-কি আর মোর আশেপাশে
মেঘ যেন বলে দেয় তারে ভালোবাসে।
দূরে আছো তাই বুঝি কত কাছে ছিলে
আপনার  ছিল যত  সব  নিয়ে  নিলে।