জীবনের টানে আজ মধু ক্ষণে
সবিনয় নিবেদন
সান্নিধ্য বিহনে ক্ষুদ্র এই মনে
তোমাকেই প্রয়োজন।
শত অপরাধ অশনি সম্পাত
দংশন করিছে সদা
ভেবে দিন যায় ভবায় আমায়
নিভৃতে কষ্ট সর্বদা।
উঁচু নিচু পথে সহেনা তো রথে
ছুটে চলা অজানায়
পতিত  এখন  নিষ্কর্মা  জীবন
হাল ছাড়া জামানায়।
বিভ্রান্ত পথিক হারিয়ে অতীত
অসহায় চেয়ে রয়
বিচলিত  মন   ভাবনা  এখন
পদে পদে ভয় হয়।
জীবনের তরে কিসে ভর করে
ছুটে চলা অভিপ্রায়
ভুবন  মায়ায়   তৃষিত  কায়ায়
ঈপ্সিত ক্ষুধা লিপ্সায়।
লোভাতুর মনে স্পৃহা ক্ষণে ক্ষণে
কাছাকাছি শুধু চাই
তোমার  কৃপায়  ওগো  দয়াময়
তোমাকেই যেন পাই।