আকাশের গায়ে দেখো
                    মিটিমিটি তারা জ্বলে
ঝিঝি পোকা জোনাকিরা
                     আনমনে কথা বলে।
রাতটুকু হলে পার
                    শুরু হয় কলরব
সারারাত পশুপাখি
                    চুপচাপ ছিল সব।


ফুটফুটে তারাগুলি
                    গায়ে দেয় আবরণ
রাতের বিরতি দিয়ে
                    তপনের আগমন।
আলো নিভে চুপ থাকে
                    চাঁদ ঘুমে দিনভর
সারাদিন বসে ভাবে
                    কি যে হবে তারপর।


সকালের আলো পেয়ে
                    সাজসাজ জেগে উঠে
আলোর পরশ পেয়ে
                    মাঠে-ঘাটে ফুল ফোটে।
গাছপালা পশুপাখি
                    ফিরে পায় তাজা প্রাণ
সূর্য তার আলো দিয়ে
                    রেখে যায় অবদান।


   #reza  ২৫/৬-২০২১ সুইডেন।