রাতের আঁধারে কাতারে কাতারে
স্বপ্ন উঁকি দিয়ে যায়
দিনের বেলায় হেলায় ফেলায়
ভুলে যাওয়া অন্যায়।
স্বপ্নের মেলায় বেলায় বেলায়
হানা দিয়ে অবিরত
কুরে কুরে খায় নিভৃতে হৃদয়
ভুল পথে অভিরত।


হয়েছে ব্যাহত অন্তর নিহিত
মনন রাজ্যের প্রজ্ঞা
প্রবঞ্চনা ছলে ভুল পথে চলে
করেছি শুধু অবজ্ঞা।
স্বপ্ন দেখে যাই উদ্দীপনা নাই
কাটাই জীবন বেলা
বসে তুলি হাই অকেজো গোঁসাই
আর কত হেলাফেলা।


নানান আবেশে মনের হরষে
উপেক্ষায় দিন কাটে
আহ্নিক জীবনে নশ্বর ভুবনে
বিষণ্নতা ঘাটে ঘাটে।
দিয়ে যায় উঁকি নিয়ে শত ঝুঁকি
লক্ষ্য অর্জনের আশে
নিরাশা জন্মায় হীন প্রচেষ্টায়
ব্যর্থ স্বপ্নগুলি ভাসে।


ইন্দ্রজাল নয় ইন্ধন যোগায়
এমনি স্বপ্নের দিক
দৃঢ় অঙ্গীকারে বদ্ধ প্রতিকারে
সচেষ্ট হই অধিক।
অক্ষমতা ভুলে প্রচেষ্টা সমূলে
প্রার্থিত প্রাপ্তির লক্ষ্য
আপন তৃপ্তিতে নিবদ্ধ দীপ্তিতে
সার্থক জীবন বৃক্ষ।