মরার বানে ভাসিয়ে নিল ভাঙ্গা বসত বাটি
এখন পড়ে রয়েছে শুধু ময়লা কাদা মাটি।
ঘরের চাল ছাউনি বেড়া সকল বাটি ঘটি
ভাসিয়ে নিল বানের জলে পড়ে রয়েছে খুঁটি।


গাছ গাছালি উজাড় হলো বানের পানি এসে
বিনাশ হলো ভিটের সবি পানির তোড়ে ভেসে।
পেটের ক্ষুধা হারাম করে বানানো কুঁড়ে ঘর
বহু আশার বাসা আমার সোনার এ সংসার।


কাজের শেষে বাড়িতে এসে ঘরে বসার কালে
আব্বা আইছে আব্বা বলে ডাকতো তালে তালে।
শেষ ডাকটা দিলো মেয়েটা, আব্বা বাঁচাও বলে
কানের মাঝে বাজে এখন, মেয়ে তো গেছে চলে।


মরার বানে কিসের টানে ভিটায় বসে থাকি
রাতের বেলা ঘুমের মাঝে মা-মাগো বলে ডাকি।
এই ভিটাতে কেমনে কাটে মা-তো এখানে নাই
মায়ার এই বাঁধন ছিড়ে, অন্য কোথাও যাই।


ভিটের মায়া মেয়ের ছায়া মুছে দিবার চাই
বুকের মাঝে এমন কষ্ট বলার কিছু নাই।
জনম সোজা কষ্টের বোঝা, তারে বয়ে বেড়াই
কমায় যদি কষ্ট কিছুটা, আমার মা ছাড়াই।