শব্দ দিয়ে যখন শব্দ সাজাই
সানাই দিয়ে যেন বাঁশি বাজাই,
সানাই বাজে মনের মাঝে
শব্দ নাচে আপন সাজে,
এক পলকে যেন কোথায় হারাই
বাঁশি বাজে মনে সানাই ছাড়াই।


ঝাউ বনেতে বাজে পাতার বাঁশি
বাজায় সেথা আজ কোন উদাসী,
নিজে বাজে হাওয়া লেগে
শুনছি বাঁশি জেগে জেগে,
মনের কোণে উড়া সেই বাতাসি
শব্দের দোলা লেগে হই যে খুশি।


আঁধার রাতের সব তারার সাথে
মিতালী করে যেন মেতেছি তাতে,
বাজে ছন্দের নূপুর
বাজে ঝুপুর-ঝাপুর,
সাজানো তরী আজি মন মেলাতে
শত শব্দ মেলার  এই বেলাতে।


হারিয়ে যাই এই শব্দের মাঝে
হর হামেশা ভাসে সকাল সাঁঝে,
ভেসে আসে নেচে নেচে
আসে যেন যেচে যেচে,
শব্দ গুলোও বেশ লাগছে কাজে
সাজিয়ে নেই তারে মনের সাজে।


#reza ১৫/৪-২০২১