লুকোচুরি খেলা  সুরুজের বেলা  
মেরু দিগন্ত আড়ালে
খেদের আবরু   পৃথিবীর মেরু  
প্রান্তরে যেয়ে দাঁড়ালে।
ধুশর  আঁধার   এই  কারবার  
প্রতিদিনের  আকার
আবর্তনে ঘুরে  বসে থাকে দূরে  
দিনরাত একাকার।
পেঁজা পেঁজা সাদা তুষারের গাঁদা
পেয়েছে অগ্রাধিকার
বিষণ্ণ মনে   প্রতি ক্ষণে ক্ষণে  
মন চায় প্রতিকার।
হিমের এ অংক  লুকানো শশাঙ্ক  
পুড়ে অঙ্গ প্রত্যঙ্গ
ঠান্ডায় পুড়ে   শিহরণ জুড়ে    
কেঁপে ওঠে উত্তমাঙ্গ।


ভীষণ উজ্জ্বল   ধুসর ধবল    
তুষারে ঢাকা চাদর
মনের কালিমা  তাড়িত উপমা  
পবিত্রতার আদর।
দিন পার হয়  বোঝা নাহি যায়  
কোথা দিয়ে রাত ভাসে
পুরোটাই রাত   ঠাওরাতে কাত  
ঘড়ি ঘুরে দিন আসে।
এমন  বিষণ্ণ    নির্বিণ্ণ  নিষণ্ণ  
সূর্য  বিহীন  সময়
মিলেমিশে থাকে সাড়া দেয় ডাকে
মেরু প্রান্তরে বিস্ময়।
একে অপরের   সুখ বাসরের    
সাথী হয়ে থাকে পাশে
কাঁধে কাঁধ রেখে পাশাপাশি থেকে
সকলেই ভালোবাসে।


( মেরুর কাছাকাছি বসবাসে বিষণ্ণতা উপলব্ধির সামান্য প্রয়াসে, শ্রদ্ধেয় প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদকে উৎসর্গ করলাম।)