সহসা ভাবিয়া তোমাকে ডাকিয়া
পরাণ ভরে না কভু
সহজ করিয়া কলিজা ভরিয়া
তোমাকে ডাকিব প্রভু।


কাঙালের হাল ভীষণ নাকাল
পাইনি তেমন দিশা
অতৃপ্ত হৃদয় শুধু কেঁদে যায়
মিটাও মনের তৃষা।


জীবনের বোঝা নহে বেশি সোজা
বুঝিনি সময় মতো
করিয়া পশার তোমার দয়ার
ভুল করিয়াছি কতো।


প্রিয় দয়াময় কি হবে উপায়
হিসাব মিলে না আর
জীবনের সাধে শত অপরাধে
জড়িয়ে রাখা সংসার।


আশা নিয়ে তাই শুধু ডেকে যাই
অপরাধগুলো নিয়ে
মহত্তম খোদা মেখে রাখি সদা
তব রোশনাই দিয়ে।