দিবসের শেষে   নির্জনে বসে  রোজনামচা দেখি
ভুবনের মেলা পড়ন্ত বেলা  সেখানে কিছু লেখি।
কত কিছু দেখা  শেষ হবে লেখা কিছু সময় বাকি
স্বপ্ন সরোবরে ইচ্ছে ডুবে মরে ভয়ের সাথে থাকি।


আলোর ভেলায় দিন চলে যায় হারিয়ে যায় সাথি
দুর্ভাবনা যত  ভাবি বসে শত কাটে না আর রাতি।
দিনে হয় ভয় সর্বত্র অন্যায় শান্তি কোথাও  নাই
আজব চরিত্র রাখে না পবিত্র কোথায় স্বস্তি পাই।


সহসা দুর্যোগ অসহ্য দুর্ভোগ চারিদিকে সম্ভোগ
আইন প্রয়োগ পায়না সুযোগ নেই কোনো উদ্যোগ।
ক্ষমতার লিপ্সা, জনতার হিস্সা জীবন অসমাপ্ত
এমনি দূর্নীতি সৌহার্দ্য সম্প্রতি হয়েছে আজ লুপ্ত।


নেই মূল্যবোধ হারিয়ে প্রবোধ তুঙ্গে উঠেছে ক্রোধ
জলন্ত আগুন আইন কানুন কেনো সবে নির্বোধ।
স্বার্থ অন্নেষণে ছুটে জনে জনে মরিয়া হয়ে থাকে
চরিত্র বিকৃত প্রকৃত দুষ্কৃত পড়বে কি বিপাকে?