উচ্ছল  কৌমিক মন  ভ্রান্ত বিচরণ  
বাসরীয়  আচরণে   বিস্রস্ত   গমন।
চন্দ্রমল্লিকার  বনে অপেক্ষার ক্ষণে
ইশারায় ডাকা মনে ঘুরে আনমনে।


কুহকী নাচন  নাচে  কুহকিনী  যেন
ইন্দ্রজাল চাকচিক্যে মোড়ানো লাবন্য।
যৌবন  সান্নিদ্ধে  ফুল্ল  স্বর্গীয় মাধুর্য
আকর্ষণীয়  সৌষ্ঠবে  অপূর্ব  ঐশ্বর্য।


শীলিত চর্চিত ভেবে হয়েছে আসক্ত
প্রবেশ  ক্ষমতা বলে  ফটক উন্মুক্ত।
লীলায়িত  প্রসন্নতা  পুলকিত কেলি
সম্মোহনী দক্ষতায়  উল্লাস কেবলি।


অনাবৃত আবাহনে সাড়া দিয়ে সেথা
অক্ষম চিত্তে সুমুখে অপ্সরা দেবতা।
মনের  সমতা ভেবে  সুমুখে এগিয়ে
নিঃশেষিত হতে হয় কামনা জাগিয়ে।


কর্মে ভাগ্য নিয়ন্ত্রণ  বোঝা বড় দায়
অসতর্ক  ধূমকেতু সেথা নিয়ে যায়।
কক্ষপথে    বিচরণ   সহজ   তখন
যবে ইন্দ্রিয়  নিগ্রহে  রুদ্ধ সে মনন।


বিস্রস্ত>এলোমেলো;