ঢেকে দিয়ে রবি আকাশের ছবি
বদলায়ে গেল দেখি
সবুজ জমিন    আলোময় দিন
দুর্যোগের আছে ঝুঁকি।
তর্জন গর্জনে    দিন বিসর্জনে
ঘন কালো মেঘমালা
প্রচণ্ড উল্লাসে   তিগ্ম অভিলাষে
ঘটাবে তাণ্ডবলীলা।
কিসের লড়াই  কারো জানা নাই
প্রচণ্ড গর্জন চলে
তির্যক আলোকে  দুর্দান্ত ঝলকে
দেখিনি কস্মিনকালে।
অদৃশ্য আতঙ্কে   এমনি দিনাঙ্কে
উদ্বেগে ডাকছে রব
রক্ষা করো আজি মিনতি আরজি
জান প্রাণ তুমি সব।
জড়োসড়ো প্রাণে ভীত ত্রস্ত ক্ষণে
প্রাণ ভিক্ষা শুধু চায়
বিনাশী দুর্যোগ   আজি দূর হোক
শান্তি হোক দুনিয়ায়।
#reza ২৬/৫-২০২১