বলাকার মন উড়ে সারাক্ষণ
দিগন্তের পরপারে
ঘুরে ঘুরে দেখা কত আঁকাবাঁকা
নিকশিত চরাচরে।
প্রসূন কুসুম শোভন মৌসুম
ফুল কলির লহর
মধুর মলয়ে সুখের বলয়ে
প্রবাহমান নহর।
আপন আবেগে কুদন সবেগে
ঘুরেফিরে কনীনিকা
খোলা ময়দান রাখে অবদান
ক্ষুদ্র বালু কনিকা।
খেয়ালী বসুধা নিবারণে ক্ষুধা
অকপটে অবিরত
শত অবদান বুক খুলে দান
করে থাকে অবারিত।
ভুবনের মাঝে ঋণী শত কাজে
শান্তিতে করি বাস
এত কিছু পরে করি অকাতরে
ভুবনের সর্বনাশ।
অগণিত ক্ষতি নহে অত্যুক্তি
ঘটে থাকে অবিরত
নিজের সুবিধা সন্ধানে সর্বদা
আপাত অনবরত।
অবিচল ভবে মিলেমিশে সবে
জাগিয়ে তুলি চেতন
সম্মিলিত চেষ্টা উদ্দেশ্য প্রতিষ্ঠা
প্রশান্তির নিকেতন।
অনেক হয়েছে ধ্বংসের নিধন
শান্তির সন্ধান করি
খেয়ালী ভুবনে সংযত মননে
শান্তি নিয়ে সবে মরি।