ভাবছি বসে তোমার কথা আপন মনে
      মন বলয়ে এই মলয়ে আজ বিজনে
            পাখ পাখালির ডাকে
      হৃদয় নদীর বাঁকে
সুরে ভাসিয়ে প্রাণ হাসিয়ে মনোরঞ্জনে।


সুখের কাটা দুজনে হাটা উল্টো রথে
      হারানো দিন ছিল রঙিন চলার পথে
            ভাবছি এখন বসে
      নিঠুর ভাগ্যের দোষে
কোথায় সব হারিয়ে গেল কোন অতীতে।


বাঁধন ছিঁড়ে মনের নীড়ে বাঁধলে বাসা
      দখল নিয়ে মিটিয়ে দিয়ে প্রেম পিয়াসা।
            চলায় বলায় ভাবি
      পেয়েছি মনের চাবি,
যখন খুশি সহর্ষে মন বাগানে ভাসা।


বলাকা মনে অবুঝ ক্ষণে বাস্তব হরা
      উতলা হয়ে প্রেম বাতাসে পাগল পরা।
            ভাগ্যের চাকা নির্মম
      প্রেমের পথ দুর্গম,
লাগাম ছিঁড়ে গেলাম মুড়ে হলে অধরা।