প্রিয়জন রেখে  দূরে বসে থেকে
      ধিকিধিকি কাঁদে প্রাণ
দূরে দূরে থাকা  এতো কষ্ট মাখা  
      কবে হবে অবসান।
চাঁদ দূরে থাকে  নিয়মের বাঁকে
      নিয়মিত দেয় দেখা
নিজে দূরে রই   নিয়মিত নই
    জানি ভাগ্যে নাই লেখা।


একা বসে ভাবি  ঠিক আছে সবি
      কাছে নাই আমি শুধু
খোলা মাঠে বসে  দেখি অবশেষে
         শুধু মরুভূমি ধুধু।
জানিনা যে কবে  একসাথে হবে
     সেই সব দিনের মতো
চেনাজানা যারা  হৈ-হুল্লোড়ে ভরা
       আত্মীয়-স্বজন যত।


খেলাধুলা করে   পাড়াময় ঘুরে
      পার হতো সারাদিন
ছোট ছেলে মেয়ে  দেখি চেয়ে চেয়ে
       আনন্দ ফুর্তি বিহীন।
গ্রামে বসবাস   শান্তির আবাস
      বুঝে আর কত জনে
গ্রাম ছেড়ে এসে   এতো দূরে বসে
      কষ্ট লাগে প্রাণে মনে।


সবুজ আভায়   লতায় পাতায়
     বন পাহাড়ি শোভায়
কচি কচি পাতা  শ্যামল স্নিগ্ধতা
     সাজানো দীপ্ত বিভায়।
সবকিছু থেকে  বঞ্চিত নিজেকে
      খুঁজে ফিরি অহরহ
সহসা ভাবায়   দূরেতে আমায়
      প্রকৃতির সমারোহ।


#reza  ২৩/৮-২০২০