সুদূর প্রবাসে মধুর প্রভাতে
বিরহের দিন গুলি
জীবনে যেমন প্রবাহে উন্মন
আশা নিয়ে পথ চলি।
সুখের আশায় মুখের ভাষায়
মিষ্টি মিষ্টি কথা বলি
অকর্ম কুকর্ম অধর্ম কর্দম
মনের কল কাকলি।
বাসন্তী সোপান হৈমন্তী কল্যাণ
দূরে থেকে বুঝি কম
কষ্টকর দিন হলোনা রঙিন
আঁকড়ে ধরেছে যম।
বিদেশ বিভুঁই হাতে নিয়ে জুঁই
দাঁড়িয়ে থাকে না কেহ
মমতা বিহীন কাটে বহু দিন
পায় না বিদেশে স্নেহ।
আসমানী নীল বিশাল সলীল
চাহিয়া সেদিক পানে
দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে
শুধু বিধাতাই জানে।


  #reza ১/৬-২০২১