ফাগুনের সূর্যে বিস্তৃত চাতুর্যে নির্লিপ্ত বিভাবরী
রাতের চৈতন্যে বসন্ত সৌজন্যে প্রফুল্লিত শর্বরী।
আগমনী বার্তা অতীব মুগ্ধতা হৃদয় অলিন্দ
শিমুলের শাখায় সহচরী সখায় মন ভরে আনন্দে।


নবীন কিশলয়ে আবৃত বলয়ে উৎসবের আমেজ
প্রাণ উথলায় ফাগুন মনে হয় প্রাণ রসে সতেজ।
চঞ্চলা উতলা ধারিত্রি সুরেলা রঙ্গিলা আবরণে
সেজেছে চারিদিক ধন্য নৈসর্গিক নয় কিছু অকারণে।


প্রকৃতি দোলায় হৃদয় ভোলায় বসন্ত সমীরণে
ঝিরিঝিরি বাতাসে মনের উচ্ছ্বাসে প্রশমিত চারণে।
প্রলেপ লাগানো সন্তোষ জাগানো ফাল্গুনী ধরাতল
গুন গুন ফাগুনে জাদুকরী আগুনে পাখিদের কোলাহল।