বানের পানি, ধানের জমি ফসল ডুবে যায়
সারাটি বছর কষ্ট করেছি এখন হায় হায়।
ভাসিয়ে নিল বসত বাটি ভাসলো পাকা ধান
বানের তোড়ে ভাসিয়ে নিল মায়ের তাজা প্রাণ।


পাকার আগে তাজা ফসল ডুবে যায় পানিতে
সর্বনাশা পানির তাণ্ডব পারিনি তো জানিতে।
ছোট্ট মেয়েটা ভিটের পাশে খেলায় ছিল মেতে
ভাসিয়ে নিলো মেয়েটারে মরার এই পানিতে।


পানিতে পড়ে উঠলো ডেকে বাঁচাও আব্বা বলে
ডাকের সাথে দৌড়ে গেলাম, দেখি বানের জলে।
তখন দেখি মা-রে আমার পানিতে টেনে নেয়
তাকিয়ে দেখি আমার মেয়ে বানেতে ভেসে যায়।  


ঝাঁপিয়ে পড়ে ধরতে গেলে পানিতে টেনে নিল
পেলাম না মা-রে আমার নীচে হারিয়ে গেলো।
খোজা খুঁজি এদিক সেদিক ভাটির টানে যেয়ে
কত মানুষ খুঁজলো তারে, আমার ছোট্ট মেয়ে।


মেয়েটা বানে হারিয়ে গেলো মাকে কি-আর বলি
বিধির এই কঠিন বিধান  আমরা কেমনে চলি।
অভাগিনীর বুকের মানিক পানিতে ভেসে গেল
বুক চাপড়িয়ে আহাজারিতে সংসার এলোমেলো।


ভাঙ্গা গড়ার জীবনে আর কষ্টের সীমা নাই
জীবন নিয়ে চলতে  হবে মেয়েটারে ছাড়াই।