বহমান নদী যদি বহতা হারায়
চলমান জীবনটা থমকে দাঁড়ায়।
গতি হারা মন মরা অলস সময়
জগতের হালচাল স্বাভাবিক নয়।


জীবনের পথে পথে ছোটাছুটি হায়
সফল পথের দিশা কতোজন পায়।
ভুলের মাশুল দিতে ছুটছে সবাই
ঠিকানা সঠিক কিনা জানা যায় নাই।


বহতা হারানো নদী বেয়ে যদি যাই
কিছু দূর গিয়ে পাব নদী আর নাই।
জীবনের পথ নয় পথের পাঁচালি
খুঁজে নিতে হয় সেথা আলোর দীপালি।


হারাধনের হারানো ধনের বিলাপ
নাম শুনে বুঝ আসে বিষন্ন আলাপ।
পথ হারা পথিকের পথের দিশারি
শান্তির পরশ মাখা নিজের ঝিয়ারি।