দেশের মাটির গন্ধে মায়ের স্বপ্ন মাখা আনন্দ
দেশের কথার ছন্দে মিষ্টি সুর ভীষণ পছন্দ।
ধুলায় জড়ানো দেহে মায়ের আঁচল যায় বেয়ে
মা যে আমার দেশের ময়াবতি বাঙালির মেয়ে।


সুগন্ধি ছড়িয়ে যায় ঝিরি ঝিরি মায়াবিনী বায়
মন প্রাণ সেথা ধায় মোহন মুরলী বাজে গাঁয়।
আঁচল জড়িয়ে ধরে পিদিম জ্বালানো কুড়ে ঘরে
সুখের পায়রা উড়ে, উড়ে যেন সুখ সরবরে।


সোনার দেশটি ঘিরে বালুকা বেলায় নদী তীরে
নিরবিচ্ছিন্ন সমীরে মিষ্টি সোনা রোদের আবিরে।
মায়ের আদর দেয়া রুপালি মেঘমালার খেয়া
ভালোবাসার আলেয়া সুগন্ধে মাতাল করা কেয়া।


শিথানে দেশের মাটি বিছিয়ে রাখা শীতল পাটি
জুড়িয়ে থাকা পরাণ স্বপ্নে নীড় সাজে পরিপাটি।
মায়ের আবেশে স্বপ্ন থাকে পাশে মধুর পরশে
হেসে ভেসে যাই সুখে মোহনায় মনের হরষে।