বিদায়ের বেলা


দিনগুলো যে পেরিয়ে গেল মনের মাঝে এলোমেলো
হলো না দেখা ভাগ্যের রেখা কেমন করে  সময় গেল।
সবুজ মাঠে মনের ঘাটে প্রলেপ দেয়া দেশের ধুলো
এসে আবার চলে যাবার পার হয়েছে সময় গুলো।


মনের কষ্ট মনেই রেখে ছুটতে হবে নিয়তি টানে
আসবো ফিরে সময় করে প্রতিজ্ঞা রাখি মনটি জানে।
সবার কাছে চাইছি ক্ষমা ছিল না জানা এমন হবে
মহামারীর অসুস্থতায় দিনগুলো শেষ হলো কবে।


বিদায় বেলা ঘনিয়ে এসে হৃদয় কাঁদে এমন ক্ষণে
ঝড়ের পাখি নীড়ের টানে ছুটতে হবে আপন মনে।
দেশের ধুলো ময়লাগুলো  লেপ্টে রয়েছে এই অন্তরে
দেশটি ঘিরে স্বপন নীড়ে আসবো ফিরে সময় করে।


সান্ত্বনা এই নিদান কালে মায়ের পাশে ছিলাম বসে
অসুস্থতার চরম দিনে কিছু সময় মা'র পরশে।
দেশ আমার মা'ও আমার দূরে যাবার অনেক কষ্ট
কিছু সময় বিধির লিখা এমনি হয়  শক্ত অদৃষ্ট।