প্রাণ পাখি


বলে কথা হেথা হোথা পাখি সব কাননে
কথা শুনে আনমনে দোলা দেয় মননে।
মন পাখি দিয়ে উঁকি ডেকে যায় কারণে
সুরে ভুলে মন দুলে তারি অনু-সরণে।


ছোট-বড় কত পাখি কেন যে ডাকাডাকি
জোরে জোরে ডাকে কারে নেই তো ঢাকাঢাকি।
মন খুলে সুর তুলে ডাকে পাখি একাকী
নিজ মনে ক্ষণে ক্ষণে ডাকে যে দেখাদেখি।


তারি সাথে মনোমিতা করে সহযোগিতা
চারিপাশে ভালোবেসে একি প্রতিযোগিতা।
ঝোপঝাড়ে গলা ছেড়ে ডেকে যাস চেঁচিয়ে
মন ভুলে সুর তুলে প্রাণ টিকে বাঁচিয়ে।


কতো কথা বলে যাস কেন যেন বুঝি না
মনোমিতা বলে কথা শুনেও তা শুনি না।
প্রাণ পাখি তোরে ডাকি মন আর মানে না
কত কিছু জানি তবু মন কেন জানি না।


ওরে পাখি দূরে থাকি ডেকে যাস কেমনে
যার সাথি ইতিউতি কাছে আসে যেমনে।
মনোবীণা কাঁদে কিনা দেখি তার স্মরণে
একসাথে হাতে হাতে সুখে-দুখে জীবনে।


  #reza  ২০/৩-২০২০