মন ভাঙা ঝড় উঠে ঘর ভেঙে যায়
মনের ঝড়েতে মনে মন রাখা দায়।
বোঝাবুঝি ভুল হয়ে, হয় কত দোষ
মন মাঝে জেগে উঠে ভীষণ আক্রোশ।


ভাঙা মনে ক্ষণে ক্ষণে চোখে জল আসে
অতীতের দোষ সব মন মাঝে ভাসে।
চলন বলন সবি মেনে নেয়া ভার
সবকিছু নহে আর সুসাধ্য সুসার।


আকাশের কালো মেঘে উঠে নাই ঝড়
মনের কালিমা দেখে মন নড়বড়।
মনে মনে রাগা রাগী দূরে দূরে রয়
দুদিনেই মনে হয় কেউ কারো নয়।


মনে মন কষাকষি নেই মুখে হাসি
মনে মনে দুজনের শুধু রেষারেষি।
এভাবেই দুই জনে দূরে দূরে রয়
ধীরে ধীরে দুজনের হৃদয়ের ক্ষয়।


সম্পর্কের ইতি টেনে একা পথ চলা
পাশ থেকে কত কিছু যায় জানি বলা
মনের চাহিদা মনে নহে মন মতো
ভুলচুক রয়ে যায় সেথা শত শত।


মন দিয়ে মন যবে বুঝে নেয়া যায়
মনোরম শান্তি সেথা খুঁজে যেন পায়।
শান্তির আশায় বুক বেঁধে রাখা হয়
রেষারেষি দূর করে মন করি জয়।