দিনের পরে নিকষ কালো সব রাত
             প্রকৃতির মাঝে কত ঘাত-প্রতিঘাত
     কেউ করে উত-পাত
     কেহ হয় উত-খাত
            এরি মাঝে রেখে যায় নানা অজুহাত।
রূপের মাধুরী নিয়ে দিন ঝলসায়
            প্রকৃতিতে অবিরাম ঢেউ খেলে যায়
     নানা বাহারি ভেলায়
     প্রতি বেলায় বেলায়
             নয়নাভিরাম দৃশ্যে নয়ন জুড়ায়।
জোছনায় কালো রাতে ফিরে পায় আলো
            আলোকিত হয়ে সবি হয় সাদা কালো
      সব মুছে এক হলো
      সাদা কালো বেশ ভালো
          ঝলমলে পরিবেশ গোছানো জাঁকালো।
বারিধারা ঝরে ঝরে নহর সাজায়
           পাহাড়ি ঝরনা হয়ে ছুটে অজানায়
      রঙের বাহারি নয়
      সাগরের মোহনায়
            মিলন মৈথুনে ধায় মিথুন মেলায়।