হারিয়েছে শত প্রাণ      জীবনের সব গান
          অহরহ জীবন সংগ্রামে
ফিরে দেখি না তাদের    কঠিন দিন যাদের
          দিন কাটেনি কভু আরামে।
দুঃখ কষ্টের বাজারে  দেখি হাজারে হাজারে
          পরিশ্রান্ত মানুষের ভিড়
জোটে না কভু কদরে     দু'মুঠো অন্ন উদরে
          দুর্বিপাকে ভাঙাচোরা নীড়।
অর্থ বিত্তের দৌরাত্ম্যে  ফাটল ধরা ঐকাত্ম্যে
            ঐশ্বর্য দিপ্তির আড়ম্বর
লজ্জা-শরম কলঙ্কে     বালাই  নাই আতঙ্কে
            চলনে বলনে  অনম্বর।
ভাগ্যবিধাতার সাজে     অপকর্ম সব কাজে
            রঙিন জগতে বসবাস
সুখ চাহে অর্থ বিত্তে      ক্ষমতা লোভী দেবত্বে
           দেখে না আপন সর্বনাশ।
দুনিয়ার হালচাল         দেখি ভয়ে আজকাল
          চেয়ে দেখে না কেহ কাহারে
কঠিন কষ্টের মাঝে     সুপ্ত লোক চক্ষু লাজে
           হাসি মুখে চলছে বাহারে।
#reza ২৫/৫-২০২১