নিটোল দেশ

মায়ের দুধের বাবার স্নেহের বাংলা আমার ভাই
এমন স্বজন ঋণের বাঁধন ছেড়ে কোথায় যাই।
হৃদয় ভেজানো বাসর সাজানো বাংলা মায়ের কোল
নিটোল দেশটি সুখের রেশটি অন্তরে দেয় দোল।
ফলের বাগান দিয়েছে যোগান আম-কাঁঠালে রেশ
ফসল ফলানো সবুজ মাঠের বাংলা সোনার দেশ।


ছয়টি ঋতুর কোমল তন্তুর আঁচল দিয়ে ঘেরা
শরৎ বসন্তে হৈমন্তী দিগন্ত সবার চেয়ে সেরা।
শিউলি ফুলের নদীর কূলের মিষ্টি হাওয়া এসে
সুবাসে আকুল পলাশ বকুল হৃদয় যায় ভেসে।
দেশের কিষান ফসলে আসান সরল সোজা মন
ক্ষুধার্ত উদরে আশার চত্বরে কেটে যায় জীবন।


দেশের মায়ায় গ্রামের ছায়ায় হয়েছে বড় তারা
ভিটের ঠিকানা মাটির বেদনা গরিব সর্বহারা।
দেশের মাটিতে হাঁটিতে হাঁটিতে মম অস্তিত্ব সত্তা
দীনতা স্বল্পতা অভাব অল্পতা দেশেই নিরাপত্তা।
জীবন আঙিনা আপন কল্পনা বাংলায় ছাড়া নাই
ভাষার রসনা মনের বাসনা বাংলায় খুঁজে পাই।
  #reza  ২৬/০৫-২০২১