লেখনী আমার ছুটে যেতে চায় নিজের দেশে
      হৃদয় এখন করিছে ভ্রমণ দেশ ভালোবেসে,
              আড়মোড়া ভেঙে অলসে
      আঁচড় কাটবে সে বসে
তৃপ্তির ঢেকুর তোলা সুখময় মধুর আবেশে।


বিদেশ বিভূঁই করে চুঁই চুঁই হৃদয়ের ক্ষুধা
      সবকিছু আছে তবু যেন নেই প্রাণ রস সুধা,
              মন থাকে দেশে সর্বদা
      সবই লাগে যেন ধাঁধা
অনিচ্ছায় দেহ আটক থাকার এই অসুবিধা।


যেতে চাই চলে ছলে বলে কৌশলে এড়িয়ে দেশে
      নিয়তির খেলা কেটে যায় বেলা বৃথা অবশেষে
              পড়ে থাকি তাই একেলা
      বিদেশ বিভূঁইয়ে চলা
থাকবো কিভাবে সুদূর প্রবাসে দেশ ভালোবেসে।


  {লেখনী> কলম/পেন্সিল যা দিয়ে লেখা হয়}