সাত রাঙা ঢেউ লাগা মনের কাহন
      বোঝা কাঁধে চলাফেরা কষ্ট সংবাহন
            সঙ্করে সদা ভয়
      কিসে যেন কি হয়!
কুল রক্ষায় ধাবন অন্ধের বাহন।


লগ্নস্থ গ্রহ উদ্বিগ্ন বলয় সমীপে
      জনিতা ত্রস্ত তটস্থ গোষ্ঠী বিপ্রতীপে
            পরিবার বিন্যাস
      হবে কি সর্বনাশ!
শ্রেণীবদ্ধ কালজয়ী সংসার প্রদীপে।


কষ্টি পাথরে খোদাই করা কোষ্ঠী ধরে
      গোষ্ঠী নির্বাচনে ব্রত খুঁজে খুঁজে মরে
             দরিদ্র পরিবারে
      উপেক্ষিত বিচারে
জাত বাছাই বিচার করা হবে পরে।