বিপদে আছি!
চারিদিকে আমির আর জলেতে কুমির
রাখা আছে জিঞ্জির আর উজির নাজির।
নীতি কথার আড়ালে যদি তুমি দাঁড়ালে
দৃষ্টির অন্তরালে প্রাণ যাবে বুঝি অকালে।


নিস্তার নাহি আর বুঝে যাবে বাহার
মুখের থেকে যেন কেড়ে নিলে আহার।
জগতের নিয়ম নীতির বাইরে বাস
সহসা এমনই অশুভ কাজের আভাস।


পুকুরচুরির বদলে এখন সাগর চুরি
পেয়ে যায় সহযোগিতা সর্বদা ভুরি ভুরি।
হতে হয় দৃষ্টিহীন কল্পনা শক্তিহীন
যেমন উদাসীন অথর্ব অর্বাচীন।


আর কত এভাবে অত্যাচার করে যাবে
কেহ কি কিছু বলবে সাহসী প্রাদুর্ভাবে।
এমন আচরণে হতবাক সকলে নির্বাক
দৃষ্টিতে অবাক হতে হবে যে সবাক।


   #reza  ১৫/৬-২০২১