কাঁচা  খুঁটির  উপর   কুটির   যাহার
ছাউনিতে দেয়া ঝরা  পাতার বাহার।
ঝড়  জল  তাতে রক্ষা  হয়নি  এবার
নজর কাড়েনা  আর এটাতে সবার।


একাকী  বহিছে এই  জীবনের ভার
বিত্তবানের ঘরেতে  নহে খোলা দ্বার।
দারিদ্র পীড়ণ  সদা  সাথী  হয়  যার
হেন  দীনতার  পাশে কে হবে উদার।


কঠোর শ্রমে দালান  গড়ে তুলে ঘেমে
সৌখিন প্রাসাদ গড়ে যেতে হয় থেমে।
বাবুটি  তাহারে কভু  দেখে নাই নেমে
উঁকি দিতে মানা সেথা, এমন কি ভ্রমে।


বিত্তের গুনে ভৃত্যের  নেই অধিকার
বিলাসিতায়  মনিব  শ্রেষ্ঠ  মর্যাদার।
নিখুঁত  কারুকার্যের   হাতটি  যাহার
ভিতরে প্রবেশে নাই আর এক্তিয়ার।


প্রমোদ  প্রাসাদ পাশে  বেঢপ কুটির
সৌন্দর্য  বিনষ্টকারী  দোষ  খুপরির।
গোধূলির রঙ মাখা সোনালী আবির
উচ্ছেদে  রঙিন হয়  রক্তিম  শরীর।