বিধাতার আদরে গড়া উজাড় করা মায়া ভরা
চোখ দুটি ক্ষুধা যন্ত্রনা ক্লেশে অবশেষে
পাশে এসে দেয় হেসে।
হাসি দিতে হয়, কষ্টের এই পরিবেশে।
তেমন কেউ দেখে না ফিরে, দেখে না ভালোবেসে
দুদণ্ড স্থির দাঁড়িয়ে দ্যাখে অনিমেষে
অনেক আশায়‌।
যদি কেহ ফিরে চায়, শুধায় আকুল আগ্রহে
জঠর জ্বালায় হয়ে অসহায়।


পথের ভিড়ে সহায়তা পাবার আশায়
সেখানে রয়েছে তার একমাত্র উপায়।
শিশু বয়সে নিয়তির পরিহাসে
চেয়ে থাকে, ব্যাকুল আশার আশ্বাসে।
দুটি মালা কিনে পরিবে কি গলায়
অধীর আগ্রহে চেয়ে রয়
কিছু রোজগার হবার আশায়।


ভাগ্যের ভেলা কেহ পরে না মালা
আজ আর হলো না পুতুল খেলা।
অনাহারে পার করে বেলা
বিষন্ন মনে ফিরে যায় একেলা
ক্ষুধার জ্বালা।
যায়না বুঝিয়ে বলা
কত শত অবহেলা।
নির্মম আমাদের এ সমাজ ব্যবস্থা
পরিবর্তন হবে কবে এ অবস্থা!


   #reza  ১৯/০১-২০২১